বিএনএ, ফেনী : দাখিল পরীক্ষার কেন্দ্রে ছাত্রকে নকল সরবরাহ করায় হল পরিদর্শককে কারাদন্ড দিয়েছেন ভ্রম্যামান আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফেনী আলিয়া মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র সচিব ও মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মীর ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার আলিয়া মাদরাসা কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় হল পরিদর্শকের দায়িত্ব পালনকালে বিরিঞ্চি মাদরাসার পরীক্ষার্থী মারেফুল ইসলামকে নকল সরবরাহকালে মোটবী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (আইসিটি) মো. ইউনুছকে হাতেনাতে ধরেন টেক অফিসার ও সদর উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাশেদুজ্জামান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই শিক্ষককে ২ বছর কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। এই ঘটনায় পরীক্ষার্থী মারেফুলকেও বহিস্কার করা হয়।
শিক্ষককে জেল-জরিমানা ও পরীক্ষার্থী বহিস্কারের সত্যতা নিশ্চিত করে ইকবাল হোসেন জানান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরিপত্র ও ফেনী জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক নকল মুক্ত পরীক্ষা গ্রহনে সব ব্যবস্থা নেয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত শিক্ষক ইউনুছকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন।
বিএনএনিউজ/এইচ.এম।