27 C
আবহাওয়া
৬:৩৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে জিহান নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ধোরলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জিহান উপজেলার পূর্ব ধোরলা গ্রামের কামাল ড্রাইভারের বাড়ির হেলাল উদ্দিন বাবলুর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে জিহান বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া বলেন, দুপুর ১টা ১০ মিনিটের সময় জিহান নামের এক শিশুকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা জানিয়েছেন শিশুটি পুকুরের পানিতে ডুবে গিয়েছিল। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/ এএন

Loading


শিরোনাম বিএনএ