বিএনএ ডেস্ক: ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলের দিকে লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি মিসাইল ছোড়া হয়। কিন্তু সেটি সৌদি আরবে আছড়ে পড়ে।
বুধবার (৯ এপ্রিল) ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (কেএএন) কর্তৃপক্ষ এমনটা দাবি করেছে। তবে ইসরায়েলি মিডিয়ায় প্রচারিত এমন খবরে হুতি বিদ্রোহী কিংবা সৌদি আরবের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল ও লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে হুতিরা। কিন্তু ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের অবরোধ ও পরে আগ্রাসন পুনরায় শুরুর জবাবে গত মার্চ মাস থেকে ইসরায়েলে পুনরায় হামলা শুরু করে গোষ্ঠীটি।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ মার্চ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে ইয়েমেনের হুতিরা ইসরায়েলে ১৮টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে।
বিএনএনিউজ/ আরএস/শাম্মী