22 C
আবহাওয়া
১২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


বিএনএ, নড়াইল : নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস চালক নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা নড়াইল-যশোর সড়কে বাস চলাচল বন্ধ ছিল। দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিহত বাস চালক জাফর হোসেনের বাড়ি যশোর শহর এলাকায় বলে জানা গেছে।

সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা লিটন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ও  যশোর থেকে নড়াইলগামী লোকাল বাস নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে দু’টি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

 

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাস চালক জাফর হোসেনকে মৃত ঘোষণা করেন। লিটন ট্রাভেলসের চালক মাহবুব হোসেনসহ কমপক্ষে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনির রহমান জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ