বিএনএ, ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোর নিবন্ধন আবেদন চেয়ে সোমবার (১০ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কোনো দল নিবন্ধন করতে চাইলে আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। দেশে সব মিলিয়ে বর্তমানে ৫৪টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরো বাড়বে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন ইসির নিবন্ধন পায়।
এদিকে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদনের প্রস্তুতি নিচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মেলবন্ধনে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিএনএনিউজ/ বিএম