22 C
আবহাওয়া
১:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ৪

কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ৪

নীলফামারীতে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

বিএনএ কুষ্টিয়া:  কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকচাপায় ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। স্থানীয়রা উত্তেজিত হয়ে ওই ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে।

সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকা এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে বিদ্যুৎ আলী (৩০) ও একই গ্রামের খেড় মালিথার ছেলে রাজন আহমেদ (৩৫)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

ওসি ইদ্রিস আলী জানান, সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকায় ওই ট্রাকটি একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ চারজন নিহত হন। এসময় আহত হন এক শ্রমিক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ