20 C
আবহাওয়া
১০:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গাদের দু’গ্রুপের গোলাগুলিতে নিহত-১

রোহিঙ্গাদের দু’গ্রুপের গোলাগুলিতে নিহত-১

রোহিঙ্গাদের দু’গ্রুপের গোলাগুলিতে নিহত-১

বিএনএ,কক্সবাজার:কক্সবাজারের টেকনাফ উপজেলায় শরণার্থী শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ রোহিঙ্গাদের দু’গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছে।আহত হয়েছে অন্তত ১০ জন।

রোববার(১০ জানুয়ারি) ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।নিহত নুর হাকিম (২৭)চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোসেন আলীর ছেলে।

সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম।তিনি বলেন, ভোরে চাকমারকূল ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি হয়।এতে এ হতাহতের ঘটনা ঘটে।

এসপি জানান, খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।আহতদের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।ক্যাম্পের পরিস্থিতি এখন শান্ত রয়েছে।এছাড়া এপিবিএন এর বিভিন্ন চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়েছে।এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তারিকুল ইসলাম।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ