40 C
আবহাওয়া
৬:০৯ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : বাংলাদেশের শুভসূচনা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : বাংলাদেশের শুভসূচনা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক:  দশম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের শুভসূচনা হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি) বলেছে, Bangladesh’s All-Round Brilliance Shines in ACC U19 Asia Cup. ‘বি’ গ্রুপে শনিবার(৯ ডিসেম্বর ২০২৩)  নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬১ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি) আয়োজিত  দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার আশিকুর রহমান শিবলির হাফ-সেঞ্চুরিতে ৪৯ দশমিক ৩ ওভারে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন শিবলি। এছাড়া জিসান আলম ৪২ ও আরিফুল ইসলাম ২২ রান করেন। আরব আমিরাতের ধ্রুব পারাশার ৪৪ রানে ৬ উইকেট নেন।

জবাবে দুই স্পিনার মাহফুজুর রহমান রাব্বি ও পারভেজ রহমান জীবনের ঘুর্ণিতে ১৪ বল বাকী থাকতে ১৬৭ রানে অলআউট হয় আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন হার্ডিক পাই।

বাংলাদেশের রাব্বি ৩২ রানে ও জীবন ২৬ রানে ৪টি করে উইকেট নেন।

গ্রুপ পর্বে আগামী ১১ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ ডিসেম্বর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের যুবারা।

দশম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মোট আটটি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপ রয়েছে- ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল।

দিনের অপর খেলায় জাপানের বিরুদ্ধে শ্রীলংকা ৭উইকেটে জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে ৭৫ রানে অলআউট হয় জাপান। জবাবে মাত্র ১২ওভার ২বল খেলে ৩উইকেট হারিয়ে শ্রীলংকা ২২৬ বল বাকি থাকতে জয় পেয়ে যায়।

বিএনএ,এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ