বিএনএ ঢাকা: রাজধানীর স্বামীবাগে ঘিরে রাখা বাড়ি থেকে পাঁচ শিবির আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি থেকে তাদের আটক করে র্যাব-৩।
র্যাব জানায়, আটককৃতরা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত রয়েছে। বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে সেখানে সংঘবদ্ধ হয়েছিলেন তারা। ওই বাড়ি থেকে কম্পিউটার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
র্যাব-৩ এর মিডিয়া অফিসার এএসপি ফারজানা তখন জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বামীবাগের মিতালী স্কুল গলির বাসায় অভিযান চালানো হয়। সেখানে জঙ্গিরা অবস্থান করছে বলে গোয়েন্দা তথ্য ছিল।
এর আগে বিকালে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে বিপুল সংখ্যক র্যাব সদস্য। সন্দেহজনকভাবে ওই বাড়িটি ঘিরে সতর্ক অবস্থান নেন তারা।
বিএনএনিউজ/আরকেসি