31 C
আবহাওয়া
১:২৭ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

বিএনএ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান। প্রথম সেমিনাফাইনালে ৫ বল হাতে রেখে ৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছালো বাবর আজম বাহিনী।

নিউজিল্যান্ডের দেয়া ১৫৩ রান তাড়া করতে নেমে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের উদ্বোধনী জুটির জোড়া হাফ সেঞ্চুরিতে সহজে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। বাবর আজম ৫২ বলে ৫৩ ও মোহাম্মদ রিজওয়ান ৪৩ বলে ৫৭ রান করেন। এছাড়া মোহাম্মদ হারিসের ব্যাট থেকে আসে ২৬ বলে ৩০ রান। শেষ পর্যন্ত শান মাসুদ ৪ বলে ৩ ও ইফতেখার আহমেদ শূণ্য রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ২টি ও মিচেল স্যান্টনার ১টি উইকেট শিকার করেন।

৪৩ বলে ৫৭ রান করে প্লেয়ার অব দ্যা ম্যাচ মোহাম্মদ রিজওয়ান।
৪৩ বলে ৫৭ রান করে প্লেয়ার অব দ্যা ম্যাচ মোহাম্মদ রিজওয়ান।

বুধবার (৯ নভেম্বর) সিডনিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে ব্লাকক্যাপ বাহিনী। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। দলীয় ১ রানের মাথায় ফিন অ্যালেনকে সাজঘরে ফেরান শাহিন শাহ।

ম্যাচ শেষে আলিঙ্গন করছেন বাবর আজম ও কেন উইলিয়ামসন।
ম্যাচ শেষে আলিঙ্গন করছেন বাবর আজম ও কেন উইলিয়ামসন।

এরপর দলীয় ২৮ রানের মাথায় রান আউটের শিকার হন ডেভন কনওয়ে। ৪৯ রানের মাথায় গ্লেন ফিলিপসকে ফিরিয়ে দেন মোহাম্মদ নওয়াজ। ১১৭ রানের মাথায় ৪২ বলে ৪৬ রান করা অধিনায়ক উইলিয়ামসনকে ফিরিয়ে দেন শাহিন শাহ। শেষ পর্যন্ত ড্যারিল মিচেল ৩৫ বলে ৫৩ ও ১২ বলে ১৬ রান করেন জেমস নিশাম।

পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ২টি ও মোহাম্মদ নওয়াজ শিকার করেন ১টি উইকেট।
৪৩ বলে ৫৭ রান করে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ রিজওয়ান।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ