23 C
আবহাওয়া
৮:০৫ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে স্মার্ট আইডি বিতরণ করলেন নির্বাচন কমিশন সচিব

রাউজানে স্মার্ট আইডি বিতরণ করলেন নির্বাচন কমিশন সচিব


বিএনএ, রাউজানঃ  নির্বাচন কমিশনের  সচিব মোঃ জাহাঙ্গীর আলম বলেন,  স্মার্ট বাংলাদেশের নাগরিক হতে হলে স্মার্ট জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।২০০৮ সালে যে সব ব্যক্তি ভোটার হয়েছে তাদেরকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র দেওয়া হবে । পরবর্তী সময়ে যারা ভোটার হয়েছেন তাদেরকে পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেবে নির্বাচন কমিশন ।  রাউজানের ১৪ ইউনিয়ন ও পৌরসভায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে ।

শনিবার (৯ সেপ্টেম্বর বিকালে  রাউজান উপজেলা পরিষদ হলে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলম এ কথা বলেন।

চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জমানের সভাপতিত্বে এবং রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্টিত স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যজিষ্ট্রেট তানবীর আল নাসির ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির ।স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।  বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।

রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব,কয়েকজন রাজনৈতিক নেতা ও রাউজানের ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সাংবাদিকদের  স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের  মাধ্যমে  কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশন  সচিব মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্টানে স্মার্ট জাতীয় পরিচয় পত্র পেয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ।

বিএনএ /শফিউল আলম,ওজি

Loading


শিরোনাম বিএনএ