31 C
আবহাওয়া
৩:০১ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আর ৩ মৃত্যু, শনাক্ত ১০৮

চট্টগ্রামে করোনায় আর ৩ মৃত্যু, শনাক্ত ১০৮

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আরও মারা গেছেন ৩ জন। এসময় করোনা শনাক্ত হয়েছে ১০৮ জনের শরীরে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে করোনা সংক্রান্ত রিপোর্টে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে করোনায় মোট মৃত্যু

সরকারি হিসেব অনুসারে, এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় এক হাজার ২৬২ জন মারা গেছেন। এর মধ্যে ৭০০ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে এই পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৫৬০ জন। এর মধ্যে ৭২ হাজার ৯৫৮ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ৬০২জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৮ দশমিক ৪৬।

নমুনা পরীক্ষা হয় চট্টগ্রামের যে সব ল্যাবে

সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৭১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬৫টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩২টি এবং আরটিআরএল ল্যাবে পাঁচ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ২০জন, বিআইটিআইডি ল্যাবে ৩৩জন, চমেক ল্যাবে ১৯জন, সিভাসু ল্যাবে ৮জন এবং আরটিআরএল ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়। এ দিন ৩৪টি অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় কারও শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।

চট্টগ্রাম: করোনা শনাক্ত হয়নি

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১২০টি নমুনা পরীক্ষায় চার জন, শেভরন ডায়াগনোস্টিক সেন্টারে ৩০৫টি নমুনা পরীক্ষায় পাঁচ জন, মা ও শিশু হাসপাতালে ৩৭টি নমুনা পরীক্ষায় ছয় জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৫ নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনার অস্তিত্ব মেলেনি। ইপিক হেলথ কেয়ারে ৮৯টি নমুনা পরীক্ষায় ১২জন এবং ল্যাবএইডে দুটি নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।

কক্সবাজারে করোনা

এদিন তিনটি নমুনা পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে তাদের নমুনায় করোনা পাওয়া যায়নি।

বিএনএনিউজ২৪.কম/এইচ.এম,এসজিএন।

Loading


শিরোনাম বিএনএ