28 C
আবহাওয়া
১০:২৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » অর্থের ঘাটতিতে কিছুটা অসুবিধায় আছি: পরিকল্পনামন্ত্রী

অর্থের ঘাটতিতে কিছুটা অসুবিধায় আছি: পরিকল্পনামন্ত্রী

অর্থের ঘাটতিতে কিছুটা অসুবিধায় আছি: পরিকল্পনামন্ত্রী

বিএনএ ডেস্ক: বৈশ্বিক পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। অর্থের ঘাটতিতে এখন কিছুটা অসুবিধায় আছি। এ সমস্যা আমাদের নয়। অন্য রাষ্ট্রের তৈরি সমস্যা হঠাৎ আমাদের ওপর এসে পড়েছে। এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিএনএ ডেস্ক: সোমবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলে স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে। এখন বিদ্যুৎ একটু কম পেলেও মাসখানেক পরই সব ঠিক হয়ে যাবে।

এম এ মান্নান বলেন, এইবারের বন্যায় গরিবের কষ্ট হয়েছে বেশি। কাঁচা ঘরবাড়ি ভেসে গেছে। সরকার তাদের সহায়তা করছে, আরও করবে। সরকারকে একটু সময় দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকার গরিবের সরকার। বলেন, আপনারা ভোট দিয়েছেন, এ জন্য গরিবের সরকার ক্ষমতায় আছে। আবারও ভোট দেয়ার সময় আসবে, গরিবের কাজ করে যারা, তাদেরই ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ