20 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে তিন সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

চট্টগ্রামে তিন সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

চট্টগ্রামে তিন সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে তিন সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন করা হয়েছে।  রোববার (৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্তে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক সুদীপা দত্তকে। তিনি সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং উপাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে তাহমিনা আক্তার নূরকে। তিনি একই কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়া অধ্যাপক মো. কামরুল ইসলামকে চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। অধ্যাপক মো. কামরুল ইসলাম গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যাপক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন। অন্যদিকে পৃথক আরেক আদেশে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আবু মোহাম্মদ মেহেদী হাসানকে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ