22 C
আবহাওয়া
১:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৩৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৩৭


বিএনএ ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন অঞ্চল জুড়ে সোমবার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় ৪১ জন নিহত হয়েছে। এমন কি দেশটির সবচেয়ে বড় শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলার ঘটনায় মঙ্গলবার শোক দিবস ঘোষণা করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স  এ তথ্য জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ হামলায় তিন শিশুসহ মৃতের সংখ্যা ৩৭ জন৷ আহত হয়েছেন ১৭০ জনেরও বেশি। তবে রয়টার্স জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ৪১ জন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘শিশুদের হাসপাতাল, কিয়েভের একটি মাতৃত্ব কেন্দ্র, শিশুদের নার্সারি, একটি ব্যবসায়িক কেন্দ্র এবং বাড়িঘরসহ ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।‘

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় শহর ক্রাইভ রিহ, দিনিপ্রো এবং দুটি পূর্বাঞ্চলীয় শহরগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় থেকে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে অভিহিত করা হয়েছে এটিকে।

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে তিন দিনের ন্যাটো শীর্ষ সম্মেলন শুরু হওয়ার একদিন আগে এই হামলার ঘটনা ঘটল।

বিএনএ/ ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ