24 C
আবহাওয়া
১:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নেত্রকোণায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোণায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, নেত্রকোণা : নেত্রকোণার বারহাট্টায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় শেফালি আক্তার (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চন্দ্রপুর গ্রামে রোববার (৯জুলাই) ভোরের দিকে এই ঘটনা ঘটে। শেফালি চন্দ্রপুর পালপাড়ার মোঃ সুমন মিয়ার স্ত্রী ও গাভারকান্দা গ্রামের মঞ্জিল শেখের মেয়ে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।

খোকন কুমার সাহা মৃতের পারিবারিক সূত্রের বরাতে জানান, চার সন্তানের জননী শেফালি বেশ কিছুদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত শনিবারও (৮ জুলাই) তাকে ডাক্তার দেখানো হয়। অসুস্থতাজনিত কারণে শেফালির পিতা মঞ্জিল শেখও জামাইর বাড়িতে ছিলেন। গত রাতের সাড়ে এগারটার দিকে বাড়ির সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। শেফালি তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে এক বিছানায় ঘুমান। ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ ঘুম ভাঙলে স্বামী সুমন মিয়া তার স্ত্রী শেফালিকে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে ঘরের ধন্নার (আড়া) সাথে ঝুলতে দেখেন। ডাকাডাকিতে লোকজন এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল,ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন