30 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৭ লাখ টাকার জালনোটসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ৭ লাখ টাকার জালনোটসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ৭ লাখ টাকার জালনোটসহ যুবক গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকা থেকে সাত লাখ টাকার জাল নোটসহ মো. আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার (৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

এর আগে শুক্রবার (৮ জুলাই) পৌনে ৩টায় পূর্ব গেটের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আশরাফুল বান্দরবান জেলার লামা থানার ফারুক পাড়ার মৃত হোসেন আলী সরদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে বান্দরবান থেকে জাল টাকা সংগ্রহ করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার এবং নোয়াখালী, কুমিল্লা, ফেনী জেলাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করে আসছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গতকাল শুক্রবার বিকাল পৌনে ৩টায় মেডিকেলে পূর্ব গেট থেকে ৭ লাখ টাকার জালনোটসহ আশরাফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ঈদ উপলক্ষে তারা এসব জালটাকা বাজারে চালানোর চেষ্টা করেছে। গ্রেপ্তার যুবককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ