25 C
আবহাওয়া
৩:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মিমকে ‘ওসব’ ভুলে যেতে বললেন পরীমনি

মিমকে ‘ওসব’ ভুলে যেতে বললেন পরীমনি

পরীমনি

বিনোদন ডেস্ক: মুক্তির পরই দর্শকের মুখে মুখে ফিরছিল বিদ্যা সিনহা মিম অভিনীত ছবি ‘পরাণ’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন শরীফুল রাজ। এই জুটির পরবর্তী সিনেমা ছিল ‘দামাল’। পরপর দুটি সিনেমাতেই দর্শক মাতিয়েছিলেন তারা। এরপরই চলচ্চিত্রাঙ্গনে ভেসে বেড়াচ্ছিল মিম-রাজকে ঘিরে নানা কানকথা। এমনকি শরীফুল রাজের সঙ্গে নায়িকা মিমকে জড়িয়ে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছিলেন রাজের সাবেক স্ত্রী চিত্রনায়িকা পরীমনিও। তার মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় চারদিকে।

মিমের উদ্দেশে এক ফেসবুক পোস্টে পরীমনি দাবি করেছিলেন, মিমের কারণেই রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে। পরীর অভিযোগ, এই দুজন প্রেমে পড়েছেন। এতে তার সংসারে টানাপোড়েন চলছে। এমনকি ‘দামাল’ ছবির প্রচারণার সময় শরীফুল রাজের হাত ধরাকে কেন্দ্র করে মিমকে ইঙ্গিত করে আরও একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি।

পরীমনির এমন সব বিস্ফোরক মন্তব্যের কারণে সেসময় বিব্রতকর অবস্থায় পড়েছিলেন মিম। গণমাধ্যমে তিনি জানিয়েছিলেন, রাজের বিপরীতে আর কোনো সিনেমায় তিনি অভিনয় করবেন না। এরপর অবশ্য এই জুটিকে চলচ্চিত্রে পাওয়াও যায়নি।

দীর্ঘদিন পরীমনিকে এড়িয়ে চলেছেন বিদ্যা সিনহা মিম। কোথাও একসঙ্গে দেখাও যায়নি দুজনকে। তবে শুক্রবার (৭ জুন) রাতে রাজধানীর একটি ফ্যাশন শোতে দেখা গেল ভিন্ন চিত্র। অনুষ্ঠানে মঞ্চের পেছনে মিমকে জড়িয়ে ধরতে দেখা যায় পরীমনিকে।

হঠাৎ এত বন্ধুত্ব! এ প্রসঙ্গে কথা হলে গণমাধ্যমকে মিম জানান, এদিন রাতে একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ফ্যাশন শোতে শাকিব খানসহ অনেকেই ছিলেন। তখন পরীও ছিলেন।

মিম বলেন, ‘দুই বছর আগে পরীমনি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সমানে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এরপর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীমনি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ‘এই তুমি আমার ওপর রাগ করে আছো? আমি সরি, ওসব কথা আর মনে রেখ না। ওসব ভুলে যাও। এই তুমি আমার বাচ্চাকে ভালোবাসো না?’ এ ধরনের নানা কথা বলতে থাকে। আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। হঠাৎ করেই এসে জড়িয়ে ধরবে, এজন্য প্রস্তুত ছিলাম না। ওই সময় সাবিলা নূর, তানজিন তিশাসহ অনেকেই বিষয়টি দেখেছেন।’

মিম জানালেন, মঞ্চে ওঠার আগে, এমনকি অনুষ্ঠান শেষে ফেরার সময়েও আরও দু’বার একইভাবে তাকে জড়িয়ে ধরেন পরীমনি। বলতে থাকেন একই কথা! মিম আরও বলেন, ‘প্রতিবার ওই একই কথা। আমার বাচ্চাকে ভালোবাসো না? আমার ওপর রাগ রাইখো না। যা হওয়ার হয়েছে, ভুলে যাও। সবকিছুর জন্য আমি সরি।’

তবে এতে অভিমানের বরফ গলেছে? জানতে চাইলে মিম বলেন, ‘আমি বলেছি, অবশ্যই বাচ্চাকে ভালোবাসি। তার বাচ্চাকে দেখতে তার বাসায়ও গিয়েছিলাম একসময়, সেটাও বলেছি তাকে। তবে আমি যখন পরীকে উল্টো জিজ্ঞাসা করেছিলাম এই বলে ‘পরী, আমার তো কোনো দোষ ছিল না, তাহলে তুমি কেন এ ধরনের মিথ্যা স্ট্যাটাস দিয়ে পুরো দেশবাসীর কাছে আমাকে ছোট করেছ। সে সময় আমি খুব কষ্ট পেয়েছিলাম।’ তখন পরী বলেছে, ‘আরে ওসব ভুলে যাও। আমি সরি ওসবের জন্য। আমাকে ক্ষমা করে দাও। ওসব কথা মনে রাইখো না, কষ্ট নিয়ো না প্লিজ।’

তবে কি অতীতের সব বিষয় ভুলে এবার ক্ষমা করেছেন পরীমনিকে—এমন প্রশ্নে মিমের ভাষ্য, ‘যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করল, অনুতপ্ত হলো, মানুষমাত্রই তো ভুল হয়, আমার আর কী করার আছে। ক্ষমা করে দিয়েছি।’

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ