বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে বন্দর এলাকায় একটি তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে সল্টগোলা ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার উপ-পরিদর্শক রেজাউল হক জানান, এখন পর্যন্ত লরির নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও হতাহত থাকতে পারে।
তবে এ প্রতিবেদন লেখার সময় নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনা থেকে তেল ভরে শহরের দিকে আসছিল। এই সময় বেপরোয়া একটি লরি ক্রস করতে গিয়ে তেলবাহী ওয়াগনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ওই লরিটি উল্টে যায়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় একটি তেলবাহী ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে গ্যাস ভর্তি লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিএনএনিউজ/এইচ.এম।