বিএনএ, স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাপুয়া নিউগিনি। এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বমঞ্চে খেলবে তারা। এবারও আসাদ ভালার নেতৃত্বে খেলবে দলটি। চার্লস আমেনিকে আসাদের ডেপুটি করা হয়েছে।
বুধবার (৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে, পাপুয়া নিউগিনি ক্রিকেট বোর্ড। এই দলের ১০ জনেরই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। গার্ডনার, এলেই নাও, হিলা ভেরা, জন কারিকো এবং সেমা কামেয়ার কাছে জায়গা হারিয়েছেন সাইমন আঁতা, জেসন কিলা, গাওড়ি টোকা, নোসাইনা পোকানা এবং ডামেইন।
এবার ‘সি’ গ্রুপে আছে পাপুয়া নিউগিনি। আগামী ২ জুন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে তাদের। এই গ্রুপে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং উগান্ডাও আছে। অধিনায়ক আসাদ ভালার মন্তব্য, আমি সামনের দিকে তাকিয়ে। আমরা ভালো কিছু করতে যাচ্ছি।
গতবার (২০২১ বিশ্বকাপ) কোভিডের একটা প্রভাব ছিল। প্রস্তুতি ভালো ছিল না। পাপুয়া নিউগিনি স্কোয়াড : আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি (সহ-অধিনায়ক), এলেই নাও, চাঁদ সোপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক জর্ডনার, জন কারিকো, কাবুয়া মোরিয়া, কিপলিং ডোরিগা, লেগা সাইকা, নরম্যান ভানুয়া, সেমা কামেয়া, সিসেবাউ ও টনি উরা।
বিএনএ / এমএফ,এসজিএন