28 C
আবহাওয়া
৭:০৭ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » মৌলভীবাজারে বাস চাপায় পুলিশ সদস্য নিহত,চালক গ্রেপ্তার

মৌলভীবাজারে বাস চাপায় পুলিশ সদস্য নিহত,চালক গ্রেপ্তার

রাজধানীতে মলমপার্টি-ছিনতাইকারী চক্রের ২৬ জন গ্রেপ্তার

বিএনএ, ময়মনসিংহ:  মৌলভীবাজারে দায়িত্বরত অবস্থায় বাসচাপায় পুলিশের এক সদস্য নিহতের ঘটনায় জালালাবাদ পরিবহনের চালক রহিম উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (০৮ মে) সন্ধ্যার দিকে নগরীর রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রহিম উদ্দিন ওই এলাকার কাজিমুদ্দিনের ছেলে। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শনিবার (৭ মে) দ্বিবাগত রাত পৌনে চার দিকে জালালাবাদ পরিবহনের সিলেটগামী একটি নৈশকোচ বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার সদরের শেরপুর পয়েন্টে দায়িত্বরত তিন পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে রাকিব আলী রানা নামে এক পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় আহত হন কামরানুর রহমান ও আনিস আহমেদ নামে আরও দুই পুলিশ সদস্য। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এই ঘটনার পর মৌলভীবাজার জেলা পুলিশের অধিযাচন পত্র মুলে জালালবাদ পরিবহনের চালক রহিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। চালক রহিম উদ্দিনকে মৌলভীবাজার সদর থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিএনএ/ হামিমুর রহমান , ওজি

Loading


শিরোনাম বিএনএ