বিএনএ : চীন এবং যুক্তরাষ্ট্র আমদানি পণ্যের ওপর একের পর এক শুল্কারোপের ঘটনা শুল্কযুদ্ধে রূপ নিয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে কমছে। এই অবস্থায় গত চার বছরের মধ্যে তেলের দাম কমে এখন সর্বনিম্ন হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ব্যারেলপ্রতি ব্রেন্ট ফিউচারের দাম ১ দশমিক ৩৯ ডলার বা ২ দশমিক ২১ শতাংশ কমে ৬১ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে।। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ক্রুড ফিউচার ১ দশমিক ৫০ ডলার বা ২ দশমিক ৫২ শতাংশ কমে ৫৮ দশমিক ০৮ প্রতি ব্যারেল এ পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীনের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেন, তখন থেকেই তেলের দাম নামতে করতে থাকে। এই শুল্ক যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তেলের চাহিদার ওপর চাপ বাড়ছে। ২ এপ্রিল শুল্ক আরোপের ঘোষণা এবং পরবর্তীতে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ায় ব্রেন্ট ফিউচারের বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, এই বাণিজ্য যুদ্ধ চলতে থাকলে চীনের তেল চাহিদা, যা বর্তমানে প্রতিদিন ৫০ হাজার থেকে ১ লাখ ব্যারেল বাড়ছিল, তাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তবে, চীন সরকার যদি অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর জন্য উদ্দীপক কার্যক্রম গ্রহণ করে, তাহলে এ ক্ষতি কিছুটা কমানো সম্ভব হতে পারে।
এদিকে, রাশিয়াসহ সহযোগী দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) গত সপ্তাহে মে মাসে দৈনিক ৪১১ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা বাজারে অতিরিক্ত সরবরাহ সৃষ্টি করতে পারে।
বিএনএনিউজ/এইচ.এম।