27 C
আবহাওয়া
৯:৫৭ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই: বাণিজ্যমন্ত্রী

রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই: বাণিজ্যমন্ত্রী


বিএনএ, রংপুর: ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করায় রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  রোববার (৯ এপ্রিল) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি দাবি করেন।

টিপু মুনশি বলেন, মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছে। সরকার প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য অসচ্ছলদের মাঝে বিক্রি করছে। এখন রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই। বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। এ জন্য আমাদের ধৈর্য ধরতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মুদ্রাস্ফীতি ৯ শতাংশ হলেও বিএনপির দরদের দেশ পাকিস্তানে এটি ৩৫ শতাংশ। বিএনপির উচিত বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ নিয়ে সমালোচনা করা।

বিএনএ/হাফিজ, হাসিনা আকতার,জিএন

Loading


শিরোনাম বিএনএ