25 C
আবহাওয়া
৫:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কঙ্গোতে বাসে আগুন, নিহত ৪০

কঙ্গোতে বাসে আগুন, নিহত ৪০

কঙ্গোতে বাসে আগুন, নিহত ৪০

বিএনএ, বিশ্বডেস্ক : কঙ্গোতে একটি বাস উল্টে আগুন লেগে অন্তত ৪০ যাত্রী পুড়ে মারা গেছে।রাজধানী কিনশাসা থেকে ছয় ঘণ্টার দূরত্বের কিউওয়ায়া গ্রামের পাশে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

গভর্নর ইৎশুনডালা উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই। সব ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া মর্মান্তিক ওই বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৩১ জনের মধ্যে ৯ জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট হওয়া ভয়াবহ ওই বাস দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। রাস্তায় চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া ফল। তবে রয়টার্স ওই ভিডিও চিত্রের সত্যতা নিশ্চিত করতে পারেনি

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ