27 C
আবহাওয়া
৪:৫৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে গণপিটুনিতে আহত ৭

রাজধানীতে গণপিটুনিতে আহত ৭


বিএনএ, ঢাকা: রাজধানীতে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৭ জন আহত হয়েছে। রোববার(৯ মার্চ) যাত্রাবাড়ী, মতিঝিল ও চকবাজারে এ ঘটনাগুলো ঘটে। দুপুরে যাত্রাবাড়ী থেকে ৪ জন ও মতিঝিল থেকে ১ জন ছিনতাইকারী এবং চকবাজার এলাকায় থেকে ২ চোরসহ আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তারা হলো, রফিকুল ইসলাম(৩৬), রিপন মিয়া (৪২), রবিউল ইসলাম (৪০), সোহাগ মিয়া (৫৪), মোহাম্মদ তন্ময় (২২), অপু (৩৮) ও মোহাম্মদ আরিফ (৪৫)।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান, আহত ওই চারজনই পেশাদার ছিনতাইকারী। দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ীর কোনপাড়া এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয়রা গণধোলাই দেয়। পরে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এখানে চিকিৎসা শেষে তাদের থানায় নেওয়া হয়েছে।

অপরদিকে মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) সবুর খন্দকার বলেন, বেলা সাড়ে তিনটার দিকে মতিঝিলের এজিবি কলোনির সামনে মোবাইল ছিনতাই করার সময় ওই যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।

চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, দুপুরে চকবাজারের বকশিবাজার মোড়ে ভ্যান গাড়ি থেকে কার্টুন কেটে মালামাল চুরি করার সময় দুই চোরকে ধরে গনপিটুনি দেয় এলাকাবাসী । পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। হাসপাতলে তাদের চিকিৎসা চলছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ