33 C
আবহাওয়া
৪:১৩ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৫

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৫


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। খবর বিবিসি।

খবরে বলা হচ্ছে. দোনেৎস্ক অঞ্চলে একটি হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছে। এর মধ্যে ছয়জনই শিশু বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খারকিভ এবং ওডেসাসহ অন্যান্য অঞ্চলেও বেশ কিছু বাড়ি-ঘর এবং স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।

এ ছাড়া খারকিভ অঞ্চলের বোহোদুখিভ শহরে ড্রোন হামলায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে। ওডেসায় হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গত তিন সপ্তাহে অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার ওপর সপ্তম হামলা বলে জানিয়েছে ডিটিইকে কোম্পানি।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে প্রথম হামলার পর উদ্ধার কর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালিয়েছে। এই ধরনের হামলা প্রমাণ করে যে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।

যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার পর গোয়েন্দা তথ্য সরবরাহও বন্ধ করে দিয়েছে। তারপর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার হামলা বেড়ে গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ