28 C
আবহাওয়া
১২:১৮ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » নেপালের নতুন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল

নেপালের নতুন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল


বিএনএ, বিশ্বডেস্ক : নেপালের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের জেষ্ঠ্য নেতা রাম চন্দ্র পাওদেল।

রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় অবস্থিত নেপালের পার্লামেন্ট ভবন। বৃহস্পতিবার সকাল ১০টায় পার্লামেন্ট ভবনে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ, চলে বিকাল ৩টা পর্যন্ত। তারপর ভোট গণনা শেষে রাম চন্দ্র পাওদেলকে দেশের নতুন রাষ্ট্রপতি ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নেপালের পার্লামেন্টের বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল- ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) ভাইস চেয়ারম্যান সুভাষ চন্দ্র নেমবাংকে ১৮ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন রাম চন্দ্র পাওদেল।

৫২ হাজার ৬২৮ ভোটের মধ্যে, পাউডেল ৩৩ হাজার ৮০২ ভোট পান এবং সিপিএন-ইউএমএল-এর সুভাষ নেমবাং ১৫ হাজার ৫১৮ ভোট পান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ