23 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » রোজায় খেজুর ও ছোলা বেচবে টিসিবি

রোজায় খেজুর ও ছোলা বেচবে টিসিবি

টিসিবি

বিএনএ ডেস্ক: আসন্ন রমজান মাসে ১০০ টাকা কেজি দরে খেজুর এবং ৫০ টাকায় ছোলা বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফ্যামিলি কার্ডধারীরা কেবল এই পণ্য কিনতে পারবেন।

আগামী ২৪ মার্চ রোজা শুরু হতে পারে। তার আগে বৃহস্পতিবার থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের জন্য পণ্য বিপণন শুরু হবে বলে টিসিবি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

রাজধানী ঢাকার তেজগাঁওয়ের তিব্বত মোড়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোজা উপলক্ষে সরকারি এই বিপণন সংস্থার বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রোজা উপলক্ষে দেশব্যাপী টিসিবির এক কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারী গ্রাহকের মধ্যে দুই পর্বে পণ্য বিপণন করবে টিসিবি। প্রথম পর্বে ৬০ টাকায় এক কেজি চিনি, ৭০ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা দরে ১ কেজি ছোলা বিক্রি হবে।

অর্থাৎ ফ্যামিলি কার্ডধারী একজন প্রথম পর্বে এক কেজি চিনি, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল এবং দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। ঢাকা মহানগরীর কার্ডধারীরা এর পাশাপাশি ১০০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ