31 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রা‌মের মৎস‌্য শিল্পের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

চট্টগ্রা‌মের মৎস‌্য শিল্পের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

চট্টগ্রা‌মের মৎস‌্য শিল্পের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সরকার মৎস্য শিল্পের উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়ে কাজ করছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আন্তর্জাতিক আদালতে লড়াইয়ে আমরা ভারত ও মিয়ানমারের কাছ থেকে বিশাল সমুদ্রসীমা জয় করেছি।

শনিবার (৯ জানুয়ারি) নগরীর ফিশারীঘাটে যান্ত্রিক মৎস্যম ব্যববসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ সমুদ্রসীমায় রয়েছে ব্যাপক সম্ভাবনা, মৎস্য শিল্প তার মধ্যে অন্যমতম। যান্ত্রিক মৎস্য ব্যবসায়ী কর্মীদের সরকারি কর্মপরিকল্পনার প্রতি আনুগত্যের কারণে বাংলাদেশ বিশ্বের শ্রেষ্ঠ ইলিশ উৎপাদনকারী দেশ।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী

রেজাউল করিম চৌধুরী বলেন, যারা লাখ লাখ টাকার যান্ত্রিক নৌযান ও কর্মী পাঠিয়ে গভীর সমুদ্রে মৎস্য আহরণে কাজ করছেন, তারা ঝুঁকি নিয়ে দেশের জন্য অসীম সাহসিক ভূমিকা রাখছেন। আর চট্টগ্রামের মৎস্য ব্যবসায়ীরা এদের মধ্যে অন্যতম।

তিনি বলেন, মৎস্য আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণে ব্যবসায়ীরা কিছু সমস্যার সম্মূখীন হচ্ছেন। সকলের দোয়া ও রায় নিয়ে মেয়র নির্বাচিত হয়ে মৎস্য শিল্পের সম্প্রসারণে নতুন নতুন উদ্যোগ নিয়ে মৎস্য ব্যসায়ীদের পাশে থাকতে চাই। একটি ব্যবসা অনুকুল, পরিবেশ বান্ধব, সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজ মুক্ত নাগরিকবান্ধব স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমি সকলের দোয়া ও নৌকা প্রতীকে ভোট চাই।

এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর, চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আমিনুল হক বাবুল সরকার, সদস্য সচিব এম এ মোতালেব তালুকদার, এম এ গফফার কুতুবী, দিদারুল আলম দিদার, এ কে এম ফজলুল হক, হেমায়েত হোসেন মিঠু প্রমুখ।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ