26 C
আবহাওয়া
৬:২৪ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » গাজা সীমানায় ৬৫ কি.মি লোহার প্রাচীর দিল ইসরায়েল

গাজা সীমানায় ৬৫ কি.মি লোহার প্রাচীর দিল ইসরায়েল


বিএনএ, বিশ্বডেস্ক : গাজা সীমানায় ৬৫ কিলোমিটারের লোহার দেওয়াল তৈরির কাজ শেষ করেছে ইসরায়েল। মাটির তলাতেও দেওয়াল দেওয়া হয়েছে।

ইসরায়েল ২০১৬ সালে দেওয়াল তৈরির কথা ঘোষণা করেছিল।

ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গাজার সীমানায় দেওয়াল তৈরির কাজ শেষ। এবার দক্ষিণ ইসরায়েলের মানুষ সুরক্ষিত থাকবেন।”

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বক্তব্য, শুধু মাটির উপর নয়, মাটির নীচেও তৈরি হয়েছে দেওয়াল। সঙ্গে লাগানো হয়েছে সেন্সর। দেওয়ালের ধারে তৈরি হয়েছে কন্ট্রোলরুম। এর ফলে সুড়ঙ্গ ব্যবহার করেও হামাস ইসরায়েলে প্রবেশ করতে পারবে না।

গাজায় ফিলিস্তিনিদের বাস। ২০০৭ সাল থেকে তা হামাসের দখলে। ২০০৭ সালে হামাস গাজা নিজেদের হাতে নেওয়ার পরে ইসরায়েলের সঙ্গে তাদের মোট চারবার সরাসরি সংঘর্ষ হয়েছে। শেষ সংঘাত হয়েছে গত মে মাসে। এছাড়াও ছোট ছোট সংঘর্ষ লেগেই থাকে। প্রথম সংঘর্ষে না পারলেও দ্বিতীয় সংঘাতে টানেল ব্যবহার করে ইসরায়েলে প্রবেশ করতে পেরেছিল হামাসের যোদ্ধারা। এরপরেই দেওয়াল তৈরির কথা বলে ইসরায়েল। আগেই একটি দেওয়াল তারা তৈরি করেছিল। কিন্তু হামাস যোদ্ধারা সুড়ঙ্গ তৈরি করে ইসরায়েলে প্রবেশ করে। এবার সেই সুড়ঙ্গেও দেওয়াল তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। তবে মাটির তলায় কতটা গভীর পর্যন্ত পাঁচিল দেওয়া হয়েছে, তা জানায়নি ইসরায়েল।

গাজার একদিকে ইসরায়েল এবং অন্যদিকে মিশর। দুই দিকই গাজায় কার্যত অর্থনৈতিক ব্লকেড তৈরি করে রেখেছে। ব্লকেড তোলার জন্য ২০১৮ এবং ‘১৯ সালে হামাস ইসরায়েল সীমানায় রীতিমতো বিক্ষোভ গড়ে তুলেছিল। ইসরায়েলের সেনা তা থামানোর চেষ্টা করলে সংঘাত শুরু হয়। ২০০ গাজাবাসী নারী-পুরুষের মৃত্যু হয় তাতে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ