14 C
আবহাওয়া
৯:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » বান্দরবানে ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিক উদ্বোধন

বান্দরবানে ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিক উদ্বোধন


বিএনএ, বান্দরবান : বান্দরবানে ফানুস উড়িয়ে বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্ণিমার আনুঠানিক উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রী  বীর বাহাদুর উশৈসিং। শনিবার (৮ অক্টোবর) বান্দরবান জেলা সদর রাজার মাঠে প্রধান অতিথি হিসেবে তিনি আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমার মাহা ওয়াগোয়াই  পোয়ের আনুষ্ঠানি উদ্বোধন করেন।

বীর বাহাদুর উশৈসিং বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ মহতি উৎসবের মাধ্যমে সকল ধর্মাবলম্বীদের মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করেন। তিনি ধর্মীয় উৎসবসমূহ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে  সকলের সহযোগিতা চান। মন্ত্রী অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ