28 C
আবহাওয়া
৩:১৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সমৃদ্ধ দেশ গড়তে বৌদ্ধ নেতাদের ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

সমৃদ্ধ দেশ গড়তে বৌদ্ধ নেতাদের ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

সমৃদ্ধ দেশ গড়তে বৌদ্ধ নেতাদের ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

বিএনএ ডেস্ক: মহামতি গৌতম বুদ্ধের মহৎ শিক্ষা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ‘প্রবারণা পূর্ণিমা ও কাঠিন চীবর দান’ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। বৌদ্ধ নেতাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের নেতা হিসেবে এবং সজ্জন হিসেবে সাধারণ মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা রয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আপনারা সেই আস্থা ও বিশ্বাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাবেন।

‘প্রবারণা পূর্ণিমা ও কাঠিন চীবর দান’ উপলক্ষে বৌদ্ধ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি
‘প্রবারণা পূর্ণিমা ও কাঠিন চীবর দান’ উপলক্ষে বৌদ্ধ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায় ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বুদ্ধের মহৎ শিক্ষা ও আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গৌতম বুদ্ধ সহিংসতা, শোষণ ও বঞ্চনা থেকে মানবজাতিকে মুক্ত করতে সৎ পথ দেখিয়েছেন উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, বর্তমান প্রেক্ষাপটে একটি শান্তিপূর্ণ ও শোষণমুক্ত সমাজ গঠনে বুদ্ধের এই চিন্তাধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবদুল হামিদ বলেন, আজ বিশ্বের অনেক স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। লোভ, হিংসা, প্রতিহিংসার মতো অশুভ প্রবৃত্তি সমাজে শোষণ ও বঞ্চনা বাড়িয়ে দিচ্ছে। গৌতম বুদ্ধকে মানবতা ও স্বাধীনতার প্রতীক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বৌদ্ধ নেতাদের উদ্দেশে বলেন, আপনারা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ের একটি অংশ। এই অঞ্চল তথা বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য আপনাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছে এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের আর্থ-সামাজিক খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে উল্লেখ করে হামিদ বলেন, এই কঠিন সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ