27 C
আবহাওয়া
২:০৭ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » শুরা কমিটির বৈঠকেই মারা গেলেন আব্দুস ছালাম  চাটগাঁমী

শুরা কমিটির বৈঠকেই মারা গেলেন আব্দুস ছালাম  চাটগাঁমী

মাদ্রাসার শুরা কমিটির বৈঠকেই মারা গেলেন আব্দুস ছালাম চাটগাঁমী

বিএনএ চট্টগ্রাম: শুরা বৈঠকে মারা গেছেন চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য মওলানা আব্দুস ছালাম চাটগাঁমী। বুধবার(৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বৈঠক চলাকালে হুইল চেয়ারেই মারা যান তিনি।ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি। আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মওলানা আব্দুস ছালাম চাটগাঁমী।

বুধবার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক, মুহতামিম নির্ধারণ নিয়ে শুরা সদস্যদের বৈঠক শুরু হয়। ওই বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। সে সময় মহাপরিচালক হিসেবে আব্দুস ছালাম চাটগাঁমির নাম ঘোষণার পরপরই  হুইল চেয়ারে বসা অবস্থায় তিনি ইন্তেকাল করেন বলে জানান মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম-২ আল্লামা শেখ আহমদ।

এদিকে, মাদ্রাসা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শুরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শুরা সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মওলানা আব্দুস সালাম চাটগামীকে ‘মহাপরিচালক’ করা হয়। পাশাপাশি মওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মওলানা ইয়াহইয়াকে সহকারী পরিচালক করা হয়। সে সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মওলানা আব্দুস সালাম চাটগামীকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ