27 C
আবহাওয়া
৩:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » অতিরিক্ত সচিব হলেন ৮৯ কর্মকর্তা

অতিরিক্ত সচিব হলেন ৮৯ কর্মকর্তা

সচিবালয় এলাকায় শব্দ দূষণ বেড়েছে ৭ দশমিক ৮ শতাংশ

বিএনএ, ঢাকা : যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ৮৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একটি আদেশে ৮৭ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
আরেক প্রজ্ঞাপনে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং জার্মানি দূতাবাসে কর্মরত দুই কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমানে অতিরিক্ত সচিবের স্থায়ী পদ আছে ১১১টি। নতুন করে পদোন্নতির পর জনপ্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৫০৫ জনে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ