30 C
আবহাওয়া
৫:৪১ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে প্রায় ৮ লাখ টাকা জরিমানা

তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে প্রায় ৮ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের ২ লাখ টাকা জরিমানা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে চার ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ  অধিদপ্তর। রোববার ( ৮ আগস্ট) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ অর্থদণ্ড আরোপ করেন।

জঙ্গল লতিফপুর মৌজায় নগরের শাপলা আবাসিক এলাকায় পাহাড় কাটার দায়ে আকবরশাহ থানার উত্তর কাট্টলীর বাসিন্দা মো. নুরুল আলমকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

১ লাখ টাকা জরিমানা করা হয় নগরীর কোতোয়ালী এলাকায় পাহাড়তলী মৌজায় পাহাড় কাটার দায়ে কোতোয়ালীর বাসিন্দা আমিনা বেগমকে।

লালখানবাজার এলাকায় দক্ষিণ পাহাড়তলী মৌজায় পাহাড় কাটার দায়ে মতিঝর্ণার বাসিন্দা জাহিদুল ইসলাম জাবেদকে ৫০ হাজার টাকা এবং ওই এলাকায় পাহাড় কাটার দায়ে একই এলাকার বাসিন্দা সাবিনা বেগমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ছাড়পত্র ছাড়া ডক ইয়ার্ড পরিচালনার দায়ে কালুরঘাট ডকইয়ার্ডের মালিক মাইনুদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, বালাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৭ ধারা অনুযায়ী তাদের অর্থদণ্ড দেয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে ট্রেজারী চালানের মাধ্যমে জরিমানার টাকা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ