19 C
আবহাওয়া
১:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ব্রাজিলে ভবন ধসে ২ শিশুসহ নিহত ৮

ব্রাজিলে ভবন ধসে ২ শিশুসহ নিহত ৮


বিএনএ, বিশ্বডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি ভবন ধসে অন্তত আটজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এবং ৫ বছর বয়সী দুইজন শিশুও রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

আল জাজিরার তথ্যমতে, ধসে পড়ার পর চার তলা অ্যাপার্টমেন্ট ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন পাঁচজন। তাদের সন্ধানে ধ্বংসস্তূপের নিচে চলছে উদ্ধার অভিযান।

তাৎক্ষণিকভাবে ভবন ধসের কারণ জানা যায়নি। তবে, নিরাপত্তাজনিত কারণে আশপাশের বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য, রেসিফ শহরটিতে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। সাম্প্রতিক দিনগুলোতে শহরটি ভারী বৃষ্টিপাত হয়েছে। সামনে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিএনএ/এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ