25 C
আবহাওয়া
৬:০৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৫
Bnanews24.com
Home » আনার হত্যা : ঝিনাইদহ জেলা আ’লীগ নেতা বাবু আটক

আনার হত্যা : ঝিনাইদহ জেলা আ’লীগ নেতা বাবু আটক


বিএনএ, ঝিনাইদহ : কললিষ্টে নাম থাকায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহম্মেদ বাবু আটক করেছে ডিএমপির গোয়েন্দা সংস্থা (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ার টিটিডিসি সড়কের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

তিনি পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের রায়হান উদ্দীন বিশ্বাসের ছেলে। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বাবুর আটকের খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন।

আটক বাবুর বড় ভাই কাজী গিয়াস আহম্মেদ শুক্রবার (৭ জুন) দুপুরে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ডিএমপির একটি দল তাকে বাসা থেকে নিয়ে যায়। আনার হত্যার মাষ্টারমাইন্ড শিমুল ভুঁইয়ার কললিস্টে নাম থাকায় বাবুকে শ্রেফ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন বলে কাজী গিয়াস জানান।

তিনি আরো জানান, জনযুদ্ধ (লাল পতাকা) প্রধান কোটচাঁদপুরের বাসিন্দা ডাঃ মিজানুর রহমান টুটুল আমাদের মামাতো ভাই। শিমুলের বোনকে বিয়ে করেছিলেন ডাক্তার টুটুল। সেই সুত্র ধরে আমানউল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া এবং শাহীন উভয়ই আমাদের আত্মীয়। কিন্তু তাদের সঙ্গে আমাদের শুধু কেবল আত্মীয়তার সম্পর্ক, এই বাইরে কিছু নেই। তিনি আশা করেন তার ভাই বাবুকে আজই হয়তো ছেড়ে দেওয়া হবে। কারণ নিয়ে যাওয়ার সময় বাবু অতিরিক্ত কাপড়চোপড় নিতে চেয়েছিলেন, কিন্তু ডিএমপির সদস্যরা নিতে দেয়নি। শুধু প্রয়োজনীয় ওষুধ নিয়ে গেছেন। এতে মনে হয় জিজ্ঞাসাবাদ শেষ করে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে”।

এদিকে বাবু আটক হওয়ার পর ঝিনাইদহ, কোটচাঁদপুর ও কালীগঞ্জের আওয়ামী লীগের অনেক নেতা আতংকে রয়েছেন। কেউ কেউ আবার প্রশাসনের নজরদারিতেও আছেন।

আ’লীগ নেতা বাবু আটক হওয়ার বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে কী মামলায় বা কোন ব্যাপারে নিয়ে গেছে তা আমি নিশ্চিত বলতে পারছি না।

বিএনএনিউজ/আতিকুর রহমান/এইচ.এম/ হাসনা

 

Loading


শিরোনাম বিএনএ