বিএনএ, ঢাকা: স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ছাত্রাবাসগুলোতে বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার দাবিতে অধ্যক্ষ নূরুল হুদা লেলিনকে দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। বুধবার (৮ জুন) সকাল ১০টার দিকে কয়েকশত শিক্ষার্থী কলেজের একাডেমিক ভবনে জড়ো হয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের আশ্বাসে দিলে তারা অবরোধ তুলে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কলেজের সচিব মো. এনায়েত কবীর। তিনি বলেন, কলেজ হোস্টেলগুলো পুরান হয়ে যাওয়ায় সুয়ারেজ, পানির লাইন ও আসবাব পত্র, দরজা-জানালা ভেঙে যাওয়ায় হলগুলোতে বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে গত এক মাস ধরে পানি না থাকায় বেশি সমস্যার হচ্ছে। এ জন্য ছাত্রদের জন্য নতুন দুটি ও ছাত্রীদের জন্য একটি নতুন হোস্টেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। তা ছাড়া বিদ্যামান সমস্যাজগুলো চিহ্নিত করে দ্রুত সমস্যা সমাধান করা হবে বলে জানান তিনি।
বিএনএ/আজিজুল, এমএফ