22 C
আবহাওয়া
১২:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » পাগলা মিয়ার দরগাহে মিজানুর রহমান মজুমদার

পাগলা মিয়ার দরগাহে মিজানুর রহমান মজুমদার

আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার।

ফেনী :  ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগ ফেনী জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার  ফেনীর প্রখ্যাত অলিকুল শিরোমনি, কুতুবুল আউলিয়া, শাহেন শাহ হযরত শাহ সৈয়দ আমির উদ্দিন ওরফে পাগলা মিয়ার(র.) দরগাহে জেয়ারত করেন।

পাগলা মিয়ার দরগাহে মিজানুর রহমান মজুমদার
পাগলা মিয়ার (র.) দরগাহে মিজানুর রহমান মজুমদার

মঙ্গলবার(৭ মে ২০২৪) নির্বাচনী গণসংযোগের দ্বিতীয় দিনে মাজার জেয়ারত শেষে ফেনীর সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার।

এমন প্রশ্নের জবাবে বিশিষ্ট শিল্পপতি  মিজানুর রহমান মজুমদার

 সাংবাদিকদের প্রশ্ন, নির্বাচিত হলে প্রথমে কোন কাজে হাত দেবেন ?

এমন প্রশ্নের জবাবে বিশিষ্ট শিল্পপতি  মিজানুর রহমান মজুমদার বলেন, প্রথমে মাদক, ইভটিজিং, নির্যাতনসহ আমার উপজেলার অন্যায়ের প্রতিরোধ ও বিনাশের প্রচেষ্টা শুরু করবো সবাইকে সাথে নিয়ে। নির্মূল না হওয়া পর্যন্ত তা চলতে থাকবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সবোর্চ্চ অগ্রাধিকার পাবে।

প্রতিটি পাড়ার মহল্লায় ক্রীড়া সংগঠন তৈরি করে আগামী প্রজন্মের শারীরিক বিকাশের কাজ করা, সাংস্কৃতিক পরিমন্ডল তৈরী করে  উঠতি বয়সের সন্তানদের বিপথগামীতা থেকে উন্নত জীবন দেবার কাজসহ উন্নয়নমূলক কাজে হাত দেব।

একটা সুন্দর, সুস্থ, পরিচ্ছন্ন উপজেলায় রূপান্তরের লক্ষ্যে ছাগলনাইয়া উপজেলায় আমার উন্নয়নের সার্বিক কাজ
এগিয়ে যাবে উপজেলার সকলের কল্যাণে।

সেলিম আকতার পিয়াল, এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ