18 C
আবহাওয়া
৩:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার

রাজধানীতে ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর ধানমন্ডি লেক থেকে এ বি ইমতিয়াজ আহমেদ খিলজি (৫৭) নামে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । তবে পুলিশ জানায়, গতকাল রোববার ভোরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর আজ তার মরদেহ পাওয়া যায়।

সোমবার (৮ মে) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালের দিকে খবর পেয়ে ধানমন্ডি চার নম্বর রোডের পাশের লেক থেকে ওই ফার্মাসিস্টের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ রাসেল জানান, মৃত ইমতিয়াজ আহমেদ ধানমন্ডি ৩ নম্বর রোডের ১১ নম্বর বাড়ির ৮ তলায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি একজন ফার্মাসিস্ট ছিলেন।

তিনি আরও জানান, নিহতের দুই পরিবার আছে। তার দ্বিতীয় স্ত্রীও ধানমন্ডির অপর একটি এলাকায় থাকেন। এ কারণে পারিবারিক ঝামেলা চলছিল। মরদেহের হাতের তালুতে একটা কাটা দাগ পাওয়া গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে পাশাপাশি সব বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ