26 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে তিন তলা ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবুল হাশেম (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার কাঞ্চননগর ৪ নং ওয়ার্ডস্থ শিল্প পাড়ার আব্দুল শুক্কুর সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হাশেম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইন্দ্রার চর এলাকার মৃত মো. আবুল গফুরের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক কাঞ্চননগর শাখার ব্রাঞ্চ ম্যানেজারের পদে দায়িত্বরত ছিলেন এবং ওই বাড়িতে ভাড়ায় থাকতেন।

জানা যায়, নিহত আবুল হাশেম সকালে তিন তলা ছাদের বেলকনি থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা দেখতে পেয়ে ফটিকছড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক বলেন, ধারণা করছি, অসাবধানতাবশত নিচে পড়ে গেছেন তিনি। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। পরিবারকে খবর দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ