32 C
আবহাওয়া
৫:৩৪ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান চলছে

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান চলছে

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান চলছে

বিএনএ,ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীর জুড়ে অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে গ্রেফতার এবং উচ্ছেদ করা হচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ফিলিস্তিন মিডিয়া সেন্টারের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নাবলুসের পূর্বে রুজেইব গ্রামের একটি ভবন ঘিরে ফেলে ইসরাইলি সেনারা। এরপর সেখানকার বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার মতে, রামাল্লা শহরের কাছে নি’লিন শহরে তাজা গুলি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে ইসরাইলি বাহিনী। এসময় তারা ১৮ এবং ১৪ বছর বয়সি দুই ভাইকে গ্রেফতার করে নিয়ে যায়। হেবরনের দক্ষিণে আদ-ধাহিরিয়া শহরে অভিযানের সময়ও সেনারা কাঁদানে গ্যাস ছুঁড়েছে বলে জানানো হয়েছে ।

এদিকে আল জাজিরা আরও জানিয়েছে, গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। সোমবার (৭ এপ্রিল) ভোর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আর ১৮ মার্চ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে চার লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

এক বিবৃতিতে ইসরায়েল কাটজ বলেন, ‘এ পর্যন্ত ৪০ হাজার ফিলিস্তিনিকে জেনিন, তুলকারেম ও নুর শামসের শরণার্থী শিবিরগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা এখন বাসিন্দাশূন্য। ‘আমি (সেনাদের) নির্দেশ দিয়েছি, আগামী এক বছর পর্যন্ত খালি করা শিবিরগুলোতে দীর্ঘমেয়াদি অবস্থানের জন্য প্রস্তুতি নিতে এবং বাসিন্দাদের ফিরে আসা ও সন্ত্রাসবাদের পুনরুত্থান রোধ করতে।

এক মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের বাড়িঘরে অভিযান চালাচ্ছে এবং বুলডোজার দিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করছে। এই অভিযানগুলো মূলত জেনিন ও তুলকারেমকে ঘিরে কেন্দ্রীভূত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ২০০৫ সালে দ্বিতীয় ইন্তিফাদার (বিপ্লব) সমাপ্তির পর প্রথমবারের মতো পশ্চিম তীরের জেনিনে ট্যাংক মোতায়েন করা হয়েছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা এই ট্যাংক মোতায়েনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, ‘ইসরায়েলের এ বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি স্থিতিশীলতা বা শান্তি বয়ে আনবে না। আমরা এই বিপজ্জনক উত্তেজনার বিষয়ে সতর্ক করছি।

ওয়াফা জানায়, জেনিনের দক্ষিণে অবস্থিত কাবাতিয়া শহরে ইসরায়েলি বুলডোজার দিয়ে বৈদ্যুতিক ও পানির সরবরাহ লাইন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ইসরায়েলি সেনারা দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-ইসসাউইয়া এলাকায় একটি সামরিক চেকপোস্ট ফের স্থাপন করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল পশ্চিম তীরে আট শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।

বিএনএনিউজ/আরএস

Loading


শিরোনাম বিএনএ