24 C
আবহাওয়া
৪:৪০ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » ঈদুল ফিতরে ছুটি কত দিন?

ঈদুল ফিতরে ছুটি কত দিন?

এবার ঈদে লম্বা ছুটি

বিএনএ ডেস্ক, ঢাকা: স্বাগত জানানোর অপেক্ষায় পবিত্র মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে আত্মশুদ্ধির পর আসে মহা আনন্দের দিন ঈদুল ফিতর। ঈদে বিশ্ব মুসলিমের পাশাপাশি বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে পারিবারিক মহা মিলনের উপলক্ষ পেয়ে থাকেন। তাইতো সারাবছর ব্যস্ততার পর শত দুর্ভোগ মাথায় নিয়ে বাড়ির পথ ধরেন সকলে। সবাই চান একটা দিন ছুটি বেশি হলে হয়তো পরিবারের সাথে একটু বেশি সময় থাকা যাবে। আনন্দের মুহুর্তগুলো ভাগাভাগি করে নেয়া যাবে। তাইতো বছর শেষে আসে কত দিনের ছুটি পাওয়া গেল সেই হিসেব।

মঙ্গলবার (৮ মার্চ) রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সূচি অনুযায়ী, রমজান শুরু হতে পারে ৩ এপ্রিল। ৩০ রোজা পূর্ণ হলে ঈদুল ফিতর ৩ মে। সেক্ষেত্রে ঈদে দেশের সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন।

ঈদে সরকারি ছুটি মূলত তিনদিন। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটি ও মে দিবসের ছুটি মিলিয়ে এবার ঈদের ছুটি বেড়ে ছয় দিন হতে পারে।

ঈদের আগের শুক্রবার হচ্ছে ২৯ এপ্রিল। পরদিন শনিবার ৩০ এপ্রিল। ১ মে রোববার মে দিবসের সরকারি ছুটি। সোম, মঙ্গল ও বুধবার যথাক্রমে ২, ৩ ও ৪ মে ঈদের সরকারি ছুটি মিলে মোট ছুটি দাঁড়াচ্ছে ছয়দিন।

এক্ষেত্রে ৫ মে বৃহস্পতিবার কেউ ছুটি ম্যানেজ করতে পারলেই ৬ মে শুক্র আর ৭ মে শনিবারও ছুটি পেয়ে যাচ্ছেন তিনি। ফলে সবমিলিয়ে ঈদের ছুটি ৯ দিনের কাটানোর দারুণ একটা সম্ভাবনা থাকছে এবছর।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ