21 C
আবহাওয়া
১১:৫৪ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » এশিয়ায় জামায়াতের মতো মজলুম-নির্যাতিত রাজনৈতিক দল আর নেই : শাহজাহান চৌধুরী

এশিয়ায় জামায়াতের মতো মজলুম-নির্যাতিত রাজনৈতিক দল আর নেই : শাহজাহান চৌধুরী


বিএনএ, চট্টগ্রাম : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, এশিয়া উপমহাদেশে জামায়াতে ইসলামীর মতো মজলুম ও নির্যাতিত সংগঠন রাজনৈতিক দল আর একটিও নেই। সবচেয়ে বেশি মজলুম। আমরা কথা বলেছি একটি। নির্যাতিত, নিপিড়িত, অসহায়, ভুখা-নাঙ্গা মানুষের মুক্তির ঠিকা হচ্ছে একটি। সেটা হচ্ছে- ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার একটি ইসলামী স্ট্রেট যদি প্রতিষ্ঠা হয়, তাহলে মানবতা মুক্তি আসবে। কিন্তু দু:খের বিষয় আমাদের সুন্দর একটি শ্লোগান, আমার প্রিয় রাজনৈতিক দলের নেতারা সহ্য করতে পারে না।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পুরাতন ব্রিজঘাট এলাকায় আয়োজিত বিশাল সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এশিয়া উপমহাদেশে বৃহত্তম একটি ইসলামী আন্দোলন। আজকে ৮৩ বছর ধরে, ১৯৪১ সাল থেকে এ পর্যন্ত ৮৩ বছরে, আমারা প্রথম যে কথাটি বলেছি, এখনও ঠিক সেই কথা। আমাদের এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে বালাকোটে শাহাদাতের ১শ‘ বছর পর। ১৯৪১ সালে আমাদের এ সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে ৮৩ বছর ধরে এমন কোনো গালি নেই, যে গালি আপনারা দেন নাই। আপনারা আমাদের বললেন, আমরা মৌলবাদি, আমরা প্রত্রিয়াশীল। আধুনিক বিশে^ আমরা দুনিয়াকে পিছনের দিকে টানতে চায়। আপনাদের এ কথা জনগণ যখন প্রত্যাখান করল। এরপর আপনারা আমাদের বললেন জামায়াত স্বাধীনতা বিরোধী। সর্বশেষ আপনারা আমাদের গালি দিলেন যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি।

বক্তব্যে প্রধান অতিথি বলেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে মানুষের মুক্তির দ্বার উন্মোচিত হয়েছে। সীমাহীন দুর্নীতি ও জুলুম নির্যাতন করে শেখ হাসিনাসহ তাদের অন্তত তিন শতাধিক এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। সালমান এফ রহমান ও কিছু চিহ্নিত লোক দেশের অধিকাংশ ব্যাংককে দেউলিয়া করেছে। কয়েক লক্ষ কোটি টাকা শেখ হাসিনা নিজেই বিভিন্ন দেশে পাচার করেছে। পাচারকৃত এসব টাকা ফেরত আনলে অন্তত চার বছরের বাজেটের সমান টাকা হবে।

চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মুছা মেম্বারের সভাপতিত্বে সেক্রেটারি জাহাঙ্গীর আলম, দেলাওয়ার হোসেন ও রমজান আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল হাক্কানী, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মনির আবছার চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম, এডভোকেট  মুহাম্মদ হারুন, ইলিয়াস মেম্বার, এম এ সালাম, এম জামাল মুন্সী, হুজ্জাতুল ইসলাম শাহেদ, দিদার হোসেন প্রমূখ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ