বিএনএ,ঢাকা: টঙ্গী ইজতেমা ময়দানে এনায়েত হোসেন (৪৯) নামে আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) এক সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে ময়দানে দায়িত্ব পালনরত অবস্থায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
এনায়েত হোসেন বরগুনা জেলার বেতাগী থানার দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের মৃত জেন্নাত আলীর ছেলে। তিনি বরিশাল এপিবিএন-১০ এ কর্মরত ছিলেন।
জানা গেছে, ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের প্রবেশ পথে (২ নাম্বার গেট) দায়িত্বপালন করছিলেন এনায়েত। শনিবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. শহিদুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘এটি একটি স্বাভাবিক মৃত্যু। তাই ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ তার গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।’
বিএনএনিউজ/ আরএস