15 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » আমাদের ওপর অত্যাচার চলছে : মমতাজ

আমাদের ওপর অত্যাচার চলছে : মমতাজ


বিএনএ, মানিকগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তবে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসতে পারলেন না তিনি। তাকে টপকে ট্রাক মার্কা নিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু।

মানিকগঞ্জ ২ আসনে মোট ভোট কেন্দ্র ১৯৩টি। এরমধ্যে ১৩০ টির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে নৌকা প্রতীক নিয়ে মমতাজ পেয়েছেন ৫১ হাজার ২৩৩ ভোট। অন্যদিকে ৫৬ হাজার ৩৮৬ ভোট তার থেকে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুল।

মমতাজ বলেন, আসলে সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকেই বাসায় নেতা কর্মীরা আসছেন। তাদের সবার সঙ্গে কথা বলেই আমি আমার পরবর্তী পদক্ষেপে যাবো।

স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কর্মীরা হামলা করছে উল্লেখ করে এই কন্ঠশিল্পী বলেন, সকাল থেকেই বিভিন্ন নেতা কর্মী এসে আমার কাছে অভিযোগ করছে যে তাদের নানা ভাবে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা অত্যাচার করছে। কারও খামারে আগুন দিচ্ছে, আবার কারও স্ত্রীর গায়ে হাত তুলছে আবার কাউকে কুপিয়ে জখম করছেন। মোট কথা আমাদের উপর নানা ভাবে অত্যাচার চলছে।

প্রসঙ্গত, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।

বিএনএ/এমএফ /এইচ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ