39 C
আবহাওয়া
৪:১৬ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে সহিংসতা: অর্ধশত বাড়িঘরে হামলা, আহত ১০

ঝিনাইদহে সহিংসতা: অর্ধশত বাড়িঘরে হামলা, আহত ১০


বিএনএ,ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর ঝিনাইদহে সহিংসতায় অর্ধশত বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ অন্তত ১০ জন।

সোমবার (৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী, হীরাডাঙ্গা ও সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার (৭ জানুয়ারি) নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর তিন গ্রামে উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে সকালে মহুলের সমর্থক পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের অনুসারীরা বারইখালী, হীরাডাঙ্গা ও সুরাপাড়া গ্রামে হামলা চালায়। হামলাকারীরা অন্তত ৫০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। বাধা দেওয়ায় নারীসহ আহত হয় অন্তত ১০ জন।
স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ‘তিনটি গ্রামে কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ পুলিশ সুপার মো. আজিমুল আহসান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ নিউজ/রেহানা, ওজি /এইচ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ