36 C
আবহাওয়া
৬:৫৯ অপরাহ্ণ - মে ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহ আ’লীগের ছেড়ে দেয়া দুই আসনে লাঙ্গলের হার

ময়মনসিংহ আ’লীগের ছেড়ে দেয়া দুই আসনে লাঙ্গলের হার

নানা অভিযোগে ভোট বর্জন করলেন যারা

বিএনএ, ময়মনসিংহ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহে আওয়ামীলীগের ছেড়ে দেয়া দুই আসনে লাঙ্গল হেরেছে। অন্য ৮ আসনের চারটি জয় পেয়েছে নৌকা ও ৪ টিতে স্বতন্ত্র। সুষ্ঠু ভোটে খুশি সাধারন ভোটাররা।

এদিকে, ময়মনসিংহ-৩ আসনে নৌকা এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারেরও কম থাকায় এ আসনের ফলাফল স্থগিত রয়েছে। নিম্নে আসন ওয়ারী রেজাল্ট দেয়া হয়েছে।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) মাহমুদুল হক সায়েম ট্রাক প্রতীকে ৯৩ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল আরেং নৌকা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৮৯২ ভোট।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) : শরীফ আহমেদ নৌকা প্রতীকে ২ লাখ ৬০ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ শহীদ সারোয়ার ঈগল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ০১৫ ভোট।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) : নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩,১৯৬ ভোট পেয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২,২১১ ভোট। একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এ আসনের ফলাফল স্থগিত করা হয়েছে।

ময়মনসিংহ-৪ (সদর) : মোহিত উর রহমান শান্ত নৌকা প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ২৯২ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক শামীম ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৪৬ ভোট।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে কৃষিবিদ নজরুল ইসলাম ট্রাক প্রতীকে ৫২ হাজার ৭৮৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাহ উদ্দিন আহমেদ মুক্তি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ১৬৮ ভোট।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আবদুল মালেক সরকার ট্রাক প্রতীকে ৫২ হাজার ২৫৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসলেম উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৮ ভোট।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে এবিএম আনিসুজ্জামান আনিছ ট্রাক প্রতীকে ৭১ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফেজ রুহুল আমিন মাদানি নৌকা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫৩১ ভোট।

ময়মনসিংহ-৮ +ঈশ্বরগঞ্জ) আসনে মাহমুদ হাসান সুমন ঈগল প্রতীকে ৫৬ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফখরুল ইমাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৮৪ ভোট।

ময়মনসিংহ-৯ (নান্দাইল)  আসনে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নৌকা প্রতীকে ৮০ হাজার ৭৬৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল আবেদীন খান তুহিন ঈগল প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ৫৮৬ ভোট।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে ফাহমী গোলন্দাজ বাবেল নৌকা প্রতীকে ২ লাখ ১৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ড.মোহাম্মদ আবুল হোসেন দীপু ট্রাক প্রতীকে পেয়েছেন ৭, হাজান ৫১৯ ভোট।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে এমএ ওয়াহেদ ট্রাক প্রতীকে ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজিম উদ্দিন আহমেদ ধনু নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট।

ভোট গগণার পর প্রত্যেক উপজেলা নিবার্হী কর্মকতার্ ও সহকারী রিটার্নিং কর্মকতার্রা প্রার্থীদের বিজয়ী ঘোষনা করেন।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ