22 C
আবহাওয়া
১২:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে বেড়েছে করোনা শনাক্ত

চট্টগ্রামে বেড়েছে করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এদিন করোনায় কারও মৃত্যু হয়নি।

শনিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রামে ৯টি ল্যাবে ১ হাজার ৫৩০টি নমুনা পরীক্ষা করে এ জীবাণু শনাক্ত হয় । সংক্রমণের হার ৪ দশমিক ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৯ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২০ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৩ জন ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৪ জনের করোনা শনাক্ত হয়।

নতুন করে শনাক্ত হওয়া ৭৬ জনের মধ্যে ৭১ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি পাঁচ জন বোয়ালখালী, রাউজান, ফটিকছড়ি, হাটহাজারীর ও সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৯৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৫৭৫ জন। বাকি ২৮ হাজার ৪০৫ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ