বিএনএ,বিশ্ব ডেস্ক: মার্কিন কংগ্রেসের আইনসভা বা ক্যাপিটল হিলে নারকীয় হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা নেমে এসেছে।ওয়াশিংটন ডিসির রাজপথ এখন শান্ত।পুলিশের ব্যাপক উপস্থিতিতে চলছে কড়া তল্লাশি।আশপাশের ছয়টি রাজ্য থেকে ন্যাশনাল গার্ড তলব করা হয়েছে।প্রতি সাত ফুট পরপর ন্যাশনাল গার্ডের সদস্যরা ক্যাপিটল হিলের স্থাপনা ঘিরে রেখেছেন। প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউই।
এমন বাস্তবতায় সময়ের আগেই ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ অপসারণের দাবি জোরালো হচ্ছে।ডেমোক্রেটদের পাশাপাশি এ দাবিতে সরব হয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা।মন্ত্রিসভার অন্তত ৮ সদস্যের সমর্থন নিয়ে মার্কিন সংবিধানের ২৫তম ধারা বলে,ট্রাম্পকে সরিয়ে ক্ষমতা দখল করতে পারবেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।এটি কার্যকরে পেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি।
এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে অভিশংসনের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।তিনি বলেন,ট্রম্পকে ক্ষমতাচ্যুতে সংবিধানের ২৫তম সংশোধনী চালু করে সংবিধানের এই প্রক্রিয়ার জন্য ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রশাসনের আরও কমপক্ষে আটজনকে এগিয়ে আসতে হবে। ক্যাপিটল হিলে হামলার ঘটনাকে আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে দাঁড় করেছেন ন্যান্সি পেলোসি। হামলাকে শুধু আইনসভায় নয়, জাতির ওপর নারকীয় আঘাত বলে মন্তব্য করেন তিনি।
সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী ট্রাম্পকে ক্ষমতাহীন ঘোষণা করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যাডাম কিনজিনগার।তিনি বলেন, এসব ধ্বংসাত্মক কাজের জন্য দায়ী ট্রাম্প। তাকে সব নির্বাহী দায়িত্ব থেকে স্বেচ্ছায় বা অনিচ্ছায় সরে দাঁড়াতে হবে।
মিনেসোটা অঙ্গরাজ্য থেকে যুক্তরাষ্ট্রের মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব তুলেছেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব তাকে ক্ষমতা থেকে সরাতে হবে। এটা পরিষ্কার যে তিনি দেশের গণতন্ত্রের জন্য হুমকি।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ক্যাপিটল হিলের ঘটনা বিশ্বব্যাপী মার্কিনিদের সম্মান নষ্ট করেছে। যারা এই কাজ করেছে তাদের শীগ্রই বিচারের আওতায় আনা হবে। আর সে লক্ষ্যেই মেরিক গারল্যান্ডকে অ্যাটর্নি জেনারেল পদে বসানো হচ্ছে।
এদিকে,পার্লামেন্টে তাণ্ডবের ঘটনায় নিজেকে দ্বায়ী মনে করছেন না ডোনাল্ড ট্রাম্প। হতাশা থেকেই ক্যাপিটল হিলে সহিসংতার তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। বাইডেনকে জয়ী না মানলেও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানান ট্রাম্প।
বিএনএনিউজ/আরকেসি